দ্য ওয়াল ব্যুরো: ফের মুর্শিদাবাদে জমি বিবাদ ঘিরে রক্তাক্ত ঘটনা। নওদা থানার আলিনগর গ্রামে বোমার আঘাতে মৃত্যু হল রফিকুল শেখ নামে এক ব্যক্তির।
স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে গ্রামে জমি নিয়ে বিবাদের জেরেই রফিকুলকে লক্ষ্য করে একাধিক বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
#REL
পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত পুরনো বিবাদেই এই হামলা। মৃত রফিকুলের পরিবার ইতিমধ্যেই দুষ্কৃতীদের নাম জানিয়েছে। এলাকার পরিস্থিতি আপাতত থমথমে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।