দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টি ও তার জেরে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে (Disaster) রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattachariya, BJP State President)। তাঁর সরাসরি অভিযোগ, "এই দুর্যোগ প্রকৃতির যতটা, মানুষজনের লোভ ততটাই দায়ী।"
শনিবার সকালে আকাশপথে শিলিগুড়ি এসে শমীক বলেন, "দক্ষিণবঙ্গ থেকে কিছু তৃণমূল নেতা ও আমলা উত্তরবঙ্গে আসে শুধু জমি লুট করতে। ডুয়ার্সে কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে, খোঁজ নিলে এই দুর্যোগের আসল ছবি পরিষ্কার হবে।"
#REL