দ্য ওয়াল ব্যুরো: বাড়ির সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করেছিলেন বছর ৭০-এর এক বৃদ্ধা। তারই খেসারত দিতে হল তাঁকে। গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হল। ঘটনাটি কর্নাটকের গৌতমপুরা গ্রামের। ভিডিও ভাইরাল হতে নজরে আসে পুলিশের। ছিঃ ছিঃ করতে থাকে নেটপাড়া।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার নাম হুচাম্মা। তাঁর অভিযোগ, প্রতিবেশী প্রেমা বারবার তাঁর বাড়ির সামনে আবর্জনা ফেলে যান। ২৪ তারিখ এই বিষয়টির প্রতিবাদ করেন তিনি। লেগে যায় ঝামেলা। তর্ক চলাকালীন হুচাম্মা ওই মহিলার চরিত্র সম্পর্কে মন্তব্য করেন। তিনি রেগে বৃদ্ধার ওপর চড়াও হন।
#REL