দ্য ওয়াল ব্যুরো: কসবায় আইন কলেজে গণধর্ষণের (Kasba Law College's case) ঘটনায় ফের সরগরম রাজ্য রাজনীতি। এবার তৃণমূলের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুললেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, "মনোজিত নামের ওই ছাত্র তৃণমূলের আশীর্বাদপুষ্ট। কলেজের ‘দাদা’ হিসেবে তার একচেটিয়া দাপট চলত। তার নির্দেশ না মানলে ছাত্রীদের জোর করে মন্দারমণির সমুদ্র সৈকতে নিয়ে যেত। এমনকি, কেউ থানায় অভিযোগ জানালে, পুলিশ পাল্টা অভিযোগকারীদেরই মিটমাট করার পরামর্শ দিত।"
#REL