দ্য ওয়াল ব্যুরো: সম্পর্কে টানাপড়েনের জেরে তরুণীকে গলা কেটে খুন করলেন যুবক। মেঘালয়ের ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস জেলায় বাবার সামনেই মৃত্যু হল মেয়ের। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম ফিরনাইলিন খারসিন্তিয়েও (Phyrnailin Kharsyntiew)। তিনি মাওখাপ (Mawkhap) গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তরুণী ও তাঁর বাবা মাইরাং পাইন্ডেংউমিয়ং (Mairang Pyndengumiong) গ্রামের বাজারে তাঁদের জমির ফসল বিক্রি করতে গিয়েছিলেন। সেখানে আচমকাই পৌঁছে যায় অভিযুক্ত যুবক।
#REL