দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে দীর্ঘদিন কাটালে মাংসপেশির ক্ষমতা কমে যেতে পারে। এই সমস্যারই সমাধান খুঁজছেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছনো প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেছেন তিনি। ইলন মাস্কের (Elon Musk) সংস্থা অ্যাক্সিয়ম স্পেসের মিশন ৪-এ অংশ নিয়েই এই কৃতিত্ব এসেছে তাঁর ঝুলিতে।
বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা গোটা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ, মহাকাশে যাঁরা দীর্ঘ সময় থাকেন বা পৃথিবীতে যাঁরা বয়সজনিত কারণে পেশিশক্তি হারান, তাঁদের চিকিৎসার পথ খুলে দিতে পারে এই পরীক্ষা।