প্রিয়া ধর
কলকাতা তুমিও হেঁটে দেখো...। হেঁটে প্রেম করা থেকে আড্ডা শেষে বাড়ি ফেরা। স্কুল কাট করে খালি পকেটে ঘুরে বেড়ানো থেকে কলেজের বিকেলগুলো, তিলোত্তমার বুকে এই হেঁটে ঘুরে বেড়ানোর কত স্মৃতি। কিন্তু দিন বদলের সঙ্গে রাস্তায় হাঁটার জায়গা কমেছে। দুর্ঘটনার ভয়ে অনেক লেনেই আজ আর সেভাবে হাঁটা সম্ভব হয় না। ফলে কোথাও যেন হারিয়ে যাচ্ছে এই অভ্যাস।
#REL