শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সুচিত্রা সেন কোনদিনও কোনও পুজো উদ্বোধনের ফিতে কাটা কী মঞ্চে ওঠা এসব করেননি। তিনি রুপোলি পর্দাতেই সুচিত্রা সেন হয়ে থাকতে চেয়েছেন চিরকাল। তাঁর মনে হত প্রকৃত স্টার হতে গেলে এসবের প্রয়োজন পড়ে না। পর্দার বাইরে নিজের ব্যক্তিগত জীবন কখনও পাবলিক করেননি শ্রীমতী সেন। এসবের অনুরোধ উপরোধ এলে সবাইকে খারিজ করে দিতেন তিনি। কিন্তু একবার বিধান রায়ের ডাকে অনুষ্ঠানের ফিতে কাটতে যান সুচিত্রা সেন। পাঁচের দশকে চলচ্চিত্রের প্রথমা নায়িকা এমন বিরল ঘটনা ঘটিয়েছিলেন। এতটাই বিধান চন্দ্র রায়কে শ্রদ্ধা করতেন মহানায়িকা।