দ্য ওয়াল ব্যুরো: ইসকনের (Iscon) প্রাক্তন সাধু এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের (Bangladesh Hindu Mahajot) মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ। তাদের চট্টগ্রাম মহানগর পুলিশ চিন্ময়কে প্রধান আসামি করে মোট ৩১ জনের বিরুদ্ধে মঙ্গলবার চার্জশিট জমা দিয়েছে আদালতে।
গত বছর ২৬ নভেম্বর থেকে ভিন্ন মামলায় চট্টগ্রাম জেলে (Chattogram Prison) বন্দি চিন্ময়কৃষ্ণ। জাতীয় পতাকার অবমাননার মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। সেই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আর্জি জানালেও আবেদন গ্রাহ্য হয়নি।