দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স এবং সরকারি খরচ সংক্রান্ত বিতর্কিত বিল পাস করল মার্কিন সেনেট। ভোটাভুটিতে সমানসংখ্যক মতপার্থক্য দেখা যাওয়ার পর, উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের একটি 'টাই-ব্রেকিং' ভোটে পাশ হয় বিলটি।
মোট ৫১-৫০ ভোটে পাশ হওয়া এই বিলের নাম দেওয়া হয়েছে ‘One Big Beautiful Bill’। বিলটির মূল বিষয়বস্তু হল, মোট ৪.৫ ট্রিলিয়ন ডলারের কর ছাড় এবং ১.২ ট্রিলিয়ন ডলারের সরকারি খরচ কমানো।
#REL