দ্য ওয়াল ব্যুরো: দিনের শুরুতেই শোকের ছায়া হাওড়া পুরসভা চত্বরে। প্রশাসনিক ভবনের সামনে আচমকাই ভেঙে পড়ল একটি পুরনো ইউক্যালিপটাস গাছ। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারালেন দুই অস্থায়ী কর্মী, উমেশ মাহাতো ও নুর মহম্মদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল পৌনে ন’টা নাগাদ হাওড়া পুরনিগমের প্রধান প্রশাসনিক ভবনের সামনে হঠাৎই গুঁড়ি-সহ ধসে পড়ে বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছটি। সেইসময় দফতরের সামনেই দাঁড়িয়ে ছিলেন উমেশ ও নুর। গাছের ওজন ও ধাক্কায় চাপা পড়ে যান দু'জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
#REL