দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার অকালমৃত্যুর পরে নতুন করে প্রশ্ন উঠছে—কীভাবে সৌন্দর্য ও যৌবন ধরে রাখার পিছনে গোটা ভারতের এক বড় অংশ নিজের শরীরের উপরে বিভিন্ন মারাত্মক পরীক্ষা চালিয়ে যাচ্ছে? শেফালির ঘর থেকে উদ্ধার হয়েছে ত্বক ফর্সা করার ওষুধ, মাল্টিভিটামিন, গ্লুটাথায়নের ইনজেকশন ও পিল। পুলিশের দাবি, তিনি প্রায় আট বছর ধরে গ্লুটাথায়ন ও ভিটামিন সি ইনজেকশন নিচ্ছিলেন। প্রথমবার চিকিৎসকের সঙ্গে দেখা করলেও পরে আর কোনও মেডিক্যাল সুপারভিশন ছিল না।
গ্লুটাথায়ন-ভিটামিন সি: ফর্সা হওয়ার নামে বিপজ্জনক ট্রেন্ড