দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচনী প্রার্থী জোহরান মামদানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনও পরিস্থিতিতেই, কোনও হুংকারে মাথা নত করবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যদি মামদানি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)–কে তার কাজ থেকে বিরত রাখেন, তবে তাঁকে ‘গ্রেফতার’ করা হবে। তবে সেই হুমকিকে চ্যালেঞ্জ জানিয়ে মামদানি একথা স্পষ্ট করে দিলেন।
মার্কিন রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত মামদানি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলের মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি নভেম্বরের নির্বাচনেই অংশ নেবেন।
#REL