দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবিতে কি কংগ্রেস নেতা শশী তারুর? না, সরাসরি নয়। তবে পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’-এ একটি চরিত্র দেখে অনেকের মনেই এসেছে শশী তারুরের কথা। ছবিতে সেই রাজনৈতিক ব্যক্তিত্বের মতো চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়।
এই ছবিতে দুই সময়কালকে একতসঙ্গে দেখা যাবে— ১৯৯৭ ও ২০১৯। সাহেবের চরিত্রটিও এই দুই সময়ের মধ্যে যাতায়াত করবে। তাঁর লুক, পোশাক এবং ব্যক্তিত্ব যেন মনে করিয়ে দেয় শশী তারুরকে। এমনকি ছবির লুক রিভিল অনুষ্ঠানে সাদা পোশাকে দেখা গেল সাহেবকে, যেটি ছবির রাজনৈতিক আবহের সঙ্গেও দারুণভাবে মিশে গেছে।
#REL