দ্য ওয়াল ব্যুরো: দশ বছর আগে চিৎপুরের (Chitpur) এক বৃদ্ধ দম্পতিকে (Old Couple) খুনের অভিযোগ ওঠে বাড়িরই পরিচারকের বিরুদ্ধে। সেই ঘটনায় অবশেষে রায় দিল শিয়ালদহ আদালত (Sealdah Court)। দোষী সাব্যস্ত সঞ্জয় সেন ওরফে বাপ্পাকে মৃত্যুদণ্ডের (Capital Punishment) সাজা দেওয়া হয়েছে।
দশ বছর আগে চিৎপুরের এক বহুতলে রহস্যজনক ভাবে খুন হন এক বৃদ্ধ দম্পতি। অভিযোগ, যাঁকে আপন সন্তানের মতো বড় করে তুলেছিলেন, সেই যুবক সঞ্জয়ই তাঁদের প্রাণ কাড়ে।
#REL