দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই (July 21) প্রতি বছরই ধর্মতলায় শহিদ সমাবেশের আয়োজন করে তৃণমূল (Tmc Martyrs' Day,)। এবার তৃণমূলের 'শহিদ দিবস'-এর দিনেই উত্তরকন্যা অভিযানের (Uttarkanya Abhiyan) ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কসবা গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে এদিন যুব মোর্চার কর্মসূচিতে দাঁড়িয়ে শুভেন্দু জানালেন, ২১ জুলাই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সদর দফতর, উত্তরকন্যার উদ্দেশ্যে অভিযান চালাবে বিজেপি যুব মোর্চা। পাশাপাশি, ৯ অগস্ট 'নবান্ন অভিযান'-এর ঘোষণাও করলেন তিনি।
#REL