দ্য ওয়াল ব্যুরো: ২০২১-র ভোট-পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের (Abhijit Sarkar Murder) ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল (CBI, supplementary chargesheet) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।
চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল(Tmc MLA)-সহ মোট ১৮ জনের। তালিকায় রয়েছেন তৃণমূলের দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দারও। সোমবার চার্জশিট জমা পড়তেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
#REL