শুভদীপ বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নিয়ে এমন অনুষ্ঠান সহজে চাক্ষুষ করা যায় না। গত রোববার ২৯ জুন রবীন্দ্রসদনে এক বিরল রবীন্দ্র অনুষ্ঠানের সাক্ষী থাকল কলকাতা। রুচিশীল দর্শকদের ভরিয়ে দিল 'সহায় ফাউন্ডেশন-এর আয়োজনে 'রবীন্দ্রোৎসব' অনুষ্ঠান। এমন এক ঝাঁক শিল্পী একসঙ্গে এই অনুষ্ঠানে পারফর্ম করলেন যা চট করে ঘটে না।
দুই পর্বে বিভক্ত ছিল এই অনুষ্ঠান। কবিতা, গান,নৃত্য ও নাট্যধারার ধারাস্নানে দর্শকদের হৃদয়ে যেন শান্তির জলের স্পর্শ দিল।