দ্য ওয়াল ব্যুরো: ছেলের প্রথম জন্মদিনের ঠিক আগেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অভিনেতা বিক্রান্ত মাসে। ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে ছেলের জন্মসার্টিফিকেটে ‘ধর্ম’ সংক্রান্ত ঘরটি ফাঁকাই রেখে দিলেন তিনি। বললেন, "ধর্ম হোক ব্যক্তিগত পছন্দ, চাপিয়ে নয়।"
চলতি বছর এক বছর পূর্ণ করেছে তাঁদের ছেলে বেদান্ত। ছেলের জন্মসনদ তৈরি করতে গিয়ে সরকারের দেওয়া ফর্মে ধর্মের ঘরে কী লেখা হবে, তা নিয়ে খানিকক্ষণ থমকে যান ‘টুয়েলভ ফেল’-এর অভিনেতা।
#REL