দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য বার্মিংহামে শতরান হাতছাড়া করলেন যশস্বী জয়সওয়াল। মাত্র ১৩ রান দূরে থামতে হল তাঁকে। ১০৭ বল খেলে ৮৭ রানে আউট হলেন ভারতের বাঁহাতি তরুণ ওপেনার। তবে তাঁর মতো ভুল করেননি অধিনায়ক। শুভমন গিলের ব্যাট থেকে এল রাজকীয় সেঞ্চুরি। চতুর্থ ভারতীয় হিসাবে অধিনায়ক হওয়ার পর টানা দুই টেস্টে শতরান করলেন গিল।
এদিন ভারত ও ইংল্যান্ড দুই দলের ক্রিকেটারদের হাতেই কালো আর্মব্যান্ড ছিল। ইংল্যান্ডের প্রয়াত ক্রিকেটার ওয়েন লারকিন্সকে শ্রদ্ধা জানাতেই এটা পরেছিলেন তাঁরা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন দু’দলের ক্রিকেটাররা আর দূরে স্ক্রিনবোর্ডে ফুটে উঠেছিল লারকিন্সের ছবি।