দ্য ওয়াল ব্যুরো: এক বছর পূর্ণ করল ১৮তম লোকসভা (Lok Sabha)। আর সেই সঙ্গেই প্রকাশ্যে এল বিজেপি সাংসদদের (BJP MP) পারফরম্যান্স রিপোর্ট কার্ড (Report Card)। কারা সংসদে সক্রিয়? কারা পুরো বছর একটিও প্রশ্ন করলেন না? কেই-ই বা একটা কথাও বললেন না কোনও বিতর্কে? বিশ্লেষণ বলছে, ছবিটা বড্ড মেলানো-মেশানো।
প্রশ্নহীন মৌন সাংসদ