দ্য ওয়াল ব্যুরো: তুঝে সোচতা হুঁ ম্যায় শাম-ও-সুবহ
ইস্সে জাদা তুঝে ঔর চাহুঁ তো ক্যায়া?
তেরে হি খেয়ালোঁ মে ডুবা রহা
ইসে জাদা তুঝে ঔর চাহুঁ তো ক্যায়া?
বলিউডে তাঁকে বলা হয় 'কিসিং কিং'। এক সময় এমন ছিল, পর্দায় ইমরান হাসমির (Emraan Hashmi) উপস্থিতি মানেই একাধিক 'কিসিং সিন', সাহসী দৃশ্য আর প্রেমের ছাপ ছড়ানো স্ক্রিনে। কিন্তু বাস্তব জীবনে? যেন সম্পূর্ণ অন্য মানুষ। একেবারে চুপচাপ, ঘরোয়া, আর ভীষণভাবে 'ওয়ান ওম্যান ম্যান'।
#REL