শুভদীপ বন্দ্যোপাধ্যায়
বাংলা চলচ্চিত্র ও থিয়েটারে শিশুশিল্পী থেকে নায়ক হতে পেরেছেন খুব কম অভিনেতাই। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly)। 'প্রস্তর সাক্ষর' ছবিতে প্রথম ফিল্মে অভিনয়। সালটা ১৯৬৭। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার রোল করেন অরিন্দম।এরপর অনেক ছবি পেরিয়ে 'হংসরাজ' রূপে খ্যাতির শীর্ষে উঠে যান তিনি। আজও অরিন্দম মানেই হংসরাজ। এরপর পেশাদার রঙ্গমঞ্চে একাধিক নাটক থেকে ছায়াছবিতেও তিনি হিরোর রোল করেছেন।