বিহঙ্গী বিশ্বাস
কর্মব্যস্ত শহরের জনপ্রিয় শপিংমল। এ দিন সকাল থেকেই ছিল আরও খানিক ব্যস্ত। সাত দিন আগে থেকেই মিডিয়া থেকে সাধারণ-- পৌঁছে গিয়েছিল আমন্ত্রণপত্র, যেন সাক্ষাৎ দক্ষযজ্ঞ। একটা ছবির টিজার লঞ্চ নিয়ে এত মাতামাতি, এর আগে বাংলা দেখেছে কি! প্রশ্ন ছিল মনে তবে কর্মস্থলে পৌঁছে বোঝা গেল এত আয়োজনের আসল কারণটি!