দ্য ওয়াল ব্যুরো: কাঁধে ব্যাগ, চোখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, এই ভরসা নিয়েই প্রতিদিন জীবনকে বাজি রেখে স্কুলে যাচ্ছে মহারাষ্ট্রের পালঘরের ওয়ালদা গ্রামের পড়ুয়ারা (Children in the Walda village)। বইয়ের ব্যাগ পিঠে চাপিয়ে তারা হাঁটছে বিপজ্জনক একটি ড্যামের উপর দিয়ে, নীচে বইছে 'রাক্ষুসে' স্রোতের রাখাদি নদী (Rakhadi River)।
পালঘর জেলার ওয়াডা তালুকার নাকরপাড়া ও যুগরেপাড়া গ্রামের ছাত্রছাত্রীরা প্রতিদিন এই বিপজ্জনক পথ পেরিয়ে পৌঁছয় স্কুলে। কারণ, নদী পার হওয়ার জন্য এখনও কোনও সেতু নেই। বহু বছর ধরে স্থানীয়রা সেতুর দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি।