দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ডিগ্রির জোরে বছরের পর বছর রোগী দেখার অভিযোগ। শেষমেশ চিকিৎসক শান্তনু সেনকে দোষী সাব্যস্ত করে দু'বছরের জন্য তাঁর রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল।
আর কাউন্সিলের এই সিদ্ধান্তের পরই সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন শান্তনু। তাঁর দাবি, ‘‘আমার ডিগ্রি ভুয়ো নয়। আমি MBBS এবং DMRD ডিগ্রি অর্জন করেছি। আমি রেডিওলজিস্ট হিসাবে কাজ করি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই DMRD করেছি, এমনকি প্রথম হয়ে গোল্ড মেডেল পেয়েছিলাম।’’