দ্য ওয়াল ব্যুরো: পরিবেশ সচেতনতার বার্তা দিতে গিয়ে জনসমক্ষে নিগৃহীত হতে হল কলেজের অধ্যক্ষকে (College Principal)। নদিয়ার (Nadia) চাপড়া থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল কর্মীর (TMC Worker) হাতে মার খেয়েছেন চাপড়া জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুভাশিস পাণ্ডে। ঠিক কী ঘটেছে?
স্থানীয় সূত্রে খবর, পরিবেশ রক্ষার কাজে বাধা দেওয়া নিয়ে প্রতিবাদ করতেই রাস্তায় হেনস্থা করা হয় তাঁকে। অপমানের চোটে চোখের জল ধরে রাখতে পারেননি অধ্যক্ষ। জানিয়েছেন, কলেজে আর কাজ করবেন না। এমনকী, চাকরি ছাড়ার কথাও ভাবছেন তিনি।