দ্য ওয়াল ব্যুরো: হুগলির গোঘাট থানার অন্তর্গত আরামবাগ–বদনগঞ্জ রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের কামারপুকুর-বদনগঞ্জ রোডের ধরমপুর এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৬টা ২০ মিনিটে আরামবাগ থেকে বদনগঞ্জগামী যাত্রীবোঝাই একটি বাস (নাম - মা সিদ্ধেশ্বরী, বাস নম্বর - ২১) বদনগঞ্জের দিকে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা মোরাম বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
#REL