দ্য ওয়াল ব্যুরো: বিয়ের জন্য চাপ ও টাকার দাবি সহ্য করতে না পেরেই প্রেমিক খুন করেছে এক কলেজছাত্রীকে—অভিযোগ বারাণসীতে। নিহত তরুণীর নাম অলকা বিন্দ (২২)। পুলিশ জানিয়েছে, গলা কাটা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় একটি ধাবার ঘর থেকে। এই ঘটনায় অলকার প্রেমিক সাহাব বিন্দকে গ্রেফতার করা হয়েছে। তিনি মির্জাপুরের বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে বারাণসীর মির্জামুরাদ এলাকার রূপাপুরে। একটি ধাবার ঘর থেকে কম্বলে মোড়া অবস্থায় বৃহস্পতিবার উদ্ধার হয় অলকার দেহ। বুধবার সকালে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন অলকা, তারপর থেকেই নিখোঁজ ছিলেন। রাতেই তাঁর খোঁজে নিখোঁজ ডায়েরি করে পরিবার।
#REL