দ্য ওয়াল ব্যুরো: দু'বছরের জন্য চিকিৎসক শান্তনু সেনের (Santanu Sen) রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল (State Medical Council)। এই সিদ্ধান্তের কথা শুনেই তিনি বলেছিলেন, এক ইঞ্চি জমি ছাড়বেন না, যা করার তাই করবেন! শুক্রবারই পদক্ষেপ নিলেন শান্তনু।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে তাঁর ডিগ্রি বাতিলের নির্দেশ খারিজের আবেদন করেছেন তিনি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
#REL