দ্য ওয়াল ব্যুরো: পুজোর মাঝেই ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত (DURGAPUJA 2025 weather)। আগামী ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে, যেটি ১ অক্টোবর, অর্থাৎ মহানবমীর দিনই বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে নবমীর রাত থেকেই আবহাওয়ার বদল ঘটবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমী ও একাদশীতেও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে?