দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের রাস্তায় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে হাঁটছিলেন বিরাট কোহলি। সেই সময় এক ব্যক্তি তাঁদের ভিডিও করতে শুরু করেন। বেশ দূর থেকে এবং পিছন থেকে ভিডিও করা হলেও, বিরাট বুঝতে পারেন বিষয়টি। তারপর ঘুরে তাকান এবং কড়া চোখে তাকান ওই ব্যক্তির দিকে। ভাইরাল হওয়া ভিডিওতে বিরাটের সেই ‘ডেথ স্টেয়ার’ দেখে বোঝা যায়, তাঁর সেই ব্যবহার মোটেই পছন্দ হয়নি।
এর আগে একই দিনে আরও একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় বিরাট ও অনুষ্কা লন্ডনের একটি বেকারির বাইরে বসে রয়েছেন। তাঁদের সঙ্গে ছিল না দুই সন্তান ভামিকা ও আকায়। সময় পেলেই এখন লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন এই দম্পতি।