দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই (21 July) তৃণমূলের বিরাট কর্মসূচি। তবে তার আগেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুধু তাই নয়, কলকাতায় (Kolkata) সভা করতে পারেন তিনি! বিজেপি সূত্রে খবর এমনটাই।
৩ জুলাই রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি তৃণমূলের বিসর্জনের ডাক দিয়েছেন। পাশাপাশি, ২৬-র ভোটে বাংলায় বিজেপির সরকার গঠনের জন্য সকলকে প্রস্তুত হতে বলেছেন তিনি। রাজ্য বিজেপির নতুন সভাপতিকে নিয়েই চলতি মাসে সভা করতে পারেন নরেন্দ্র মোদী।