দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জন যাত্রীর। গোণ্ডা জেলার একটি খালে রবিবার পড়ে যায় যাত্রীবোঝাই একটি বোলেরো। গাড়িতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের অবস্থা সংকটজনক।
সকলে একসঙ্গে একটি মন্দির দর্শন সেরে ফিরছিলেন। ফেরার পথেই দুর্ঘটনাটি হয়। খালে পড়ার পরে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। বেশ কিছু যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য জানানো হয়নি প্রশাসনের তরফে।
#REL