দ্য ওয়াল ব্যুরো: জোকা আইআইএমের (Joka IIM) বয়েজ হস্টেলে এক তরুণীকে ধর্ষণের (Rape) অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এবার দ্রুত পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শনিবার গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। কলকাতা পুলিশের (Kolkata Police) সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার এই নয় সদস্যের দল গঠন করেছেন। দলের নেতৃত্বে রয়েছেন এক অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক।
অন্যদিকে, ঘটনাটিকে ঘিরে সরব হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনও। তারা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং পুরো ঘটনায় বিশেষ নজর রাখছে বলে জানিয়েছে।