দ্য ওয়াল ব্যুরো: শনিবার উল্টো রথ। মাসির বাড়ি থেকে ঘরে ফিরবেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা। শহরের একাধিক রাস্তায় শোভাযাত্রা বের হবে। তার জন্য রাস্তায় জ্যাম অবধারিত। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে কয়েকটি রাস্তা এড়িয়ে যাওয়া ভাল। কোথায়, কখন, কোন পথে রথ বেরোবে? কোন রাস্তাগুলি এড়িয়ে চলবেন, জেনে নিন।
দুপুর ১টা
শোভাযাত্রা বেরোবে আউটরাম রোড থেকে। জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, এস এন ব্যানার্জি রোড পেরিয়ে এগোবে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে। এরপর শেক্সপিয়ার সরণি ধরে পৌঁছবে হাঙ্গারফোর্ড রোডে। দুপুরের ব্যস্ত সময়ে এই রাস্তাগুলি এড়িয়ে চলাই ভাল।
#REL