দ্য ওয়াল ব্যুরো: কসবার ঘটনার জেরে এমনিতেই রাজ্য উত্তাল। ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছে তিন তৃণমূল যুব নেতা। এর মধ্যেই ফের এক তৃণমূল নেতার (TMC Leader) অশালীন ব্যবহারের অভিযোগ এবং তাতে উত্তাল উত্তরবঙ্গ।
আলিপুরদুয়ারের ফালাকাটায় (Alipurduar Falakata) এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলাদের মারধর ও গালিগালাজের অভিযোগ উঠেছে। সেই ঘটনা ভিডিও (Viral Video) ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ফালাকাটার কুঞ্জননগরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) এই ভিডিও শেয়ার করে নিশানা করেছেন শাসক দলকে।