দ্য ওয়াল ব্যুরো: পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত, পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল মোদীকে গ্রেফতার করল আমেরিকার তদন্তকারী সংস্থা। সিবিআই ও ইডির তরফে পাঠানো প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানা গিয়েছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৪৬ বছর বয়সি নেহালের বিরুদ্ধে টাকা পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং তদন্তকে বাধা দেওয়ার একাধিক অভিযোগের বিরুদ্ধে ইডির চার্জশিটেও তাঁর নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। এমনকি প্রমাণ লোপাট এবং নীরব মোদীকে পালাতে সাহায্য করার কথাও উল্লেখ রয়েছে।