দ্য ওয়াল ব্যুরো: ব্রিজ বানালে ভোট মেলে না, মন্দির বানালেই ভোট আসে! এই বিস্ফোরক ক্যাপশনের সঙ্গে রয়েছে একটি ভিডিও। আর ওই ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে এটাই কি দেশের বাস্তব ছবি? উন্নয়ন নয়, মন্দির নিয়েই কি চলবে রাজনীতি? ঠিক কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে?
#REL