দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই কেরিয়ার চলাকালীনই ব্যবসার দিকে ঝুঁকেছেন। কেউ খুলেছেন ফিটনেস ব্র্যান্ড, কেউ রেস্তরাঁ বা ক্যাফে। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, জহির খানদের তালিকায় এবার যুক্ত হল নতুন নাম—মহম্মদ সিরাজ।
সম্প্রতি হায়দরাবাদের বুকে নিজস্ব বিলাসবহুল রেস্তরাঁ 'জোহারফা' (Joharfa) চালু করলেন ভারতীয় পেসার। মূলত মুঘল, পার্সিয়ান, আরব এবং চাইনিজ খাবারের উপর জোর দিচ্ছে এই রেস্তরাঁ। এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজ জানিয়েছেন, “জোহারফা আমার হৃদয়ের খুব কাছের। হায়দরাবাদ আমাকে পরিচিতি দিয়েছে। এই শহরকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ।”
#REL