প্রিয়া ধর
কসমেটিক বিজনেস নাম শুনলেই মাথায় আসে সাজগোজের কথা। কিন্তু না কসমেটিকস বিজনেস মানেই শুধু সাজগোজ নয়। একে হাতিয়ার করেই বাংলাকে পথ দেখাচ্ছে কোন্নগরের তরুণী। যিনি হাজারও প্রতিকূলতা আর প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বাঁচিয়ে রাখছেন নিজের স্বপ্ন। রোজগারের পথ খুলে দিয়েছেন আরও অনেককে। নাম তাঁর তরুণিমা ব্যানার্জ্জী। অন্য আর পাঁচটা সাধারণ মেয়ের থেকে এক্কেবারে আলাদা। হাজারও তরুণিমার মধ্যে থেকে নিজেকে ব্যতিক্রমী তরুণিমা করতে লড়াই করেছেন অনেক। তাঁরই জীবনযুদ্ধের গল্প শুনতে পৌঁছে গিয়েছিল দ্য ওয়াল।
#REL