দ্য ওয়াল ব্যুরো: রথের দিন রায়দিঘি থেকে গভীর সমুদ্রে ইলিশের (Hilsa) খোঁজে পাড়ি দিয়েছিল ‘ভাই ভাই’ নামে একটি মৎস্য-ট্রলার (Trawler)। গত আট দিন ধরে মাছ ধরে বাড়ি ফেরার পথে শনিবার উল্টোরথের দিনে মাঝসমুদ্রে ঘটে গেল বিপর্যয়।
আচমকাই ছিঁড়ে যায় ট্রলারটির পাটাতন। মুহূর্তের মধ্যে জলে তলিয়ে যায় ট্রলারটি। তবে ভাগ্য সহায় থাকায় প্রাণে রক্ষা পান সকল ১৩ জন মৎস্যজীবী (saved 13 fishermen)। তাঁদের একজন শেখ জালালউদ্দিনর কথায়, “জলে নেমে প্রাণপণে সাঁতার কেটেছি। ভাবিনি ফিরে আসতে পারব...!”
#REL