দ্য ওয়াল ব্যুরো: দুই দলের রাজনৈতিক প্রভাব থেকে আমেরিকাকে মুক্ত করতে চাইছেন ইলন মাস্ক। এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। শনিবার ‘এক্স’ হ্যান্ডেলে ঘোষণা করলেন নিজের রাজনৈতিক দলের—‘আমেরিকা পার্টি’র।
মাস্ক লেখেন, “আজ ‘আমেরিকা পার্টি’ তৈরি হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে। আমরা একদলীয় রাজনৈতিক ব্যবস্থায় বাস করি, এটা গণতন্ত্র নয়।” আরেকটি পোস্টে স্পার্টানদের উদাহরণ টেনে লেখেন, “যেমনভাবে তাদের অপরাজেয় ভাবনাকে ভেঙে দেওয়া হয়েছিল, আমরাও সেইভাবে এই রাজনৈতিক ব্যবস্থাকে বদলাব।”
#REL