দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের গোমতীনগর এলাকায় এক দুধ বিক্রেতার কীর্তিতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, তিনি গ্রাহকের বাড়িতে দুধ পৌঁছে দেওয়ার সময় ইচ্ছে করেই তাতে থুতু ফেলেছেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ঘৃণ্য মানসিকতার ছবি।
সিসিটিভিতে দেখা যায়, দুধের পাত্র হাতে নিয়ে ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠছেন, এরপর কলিংবেল বাজানোর আগে এদিক-ওদিক দেখে দুধের মধ্যেই থুতু ফেলছেন। অভিযুক্তর কাছ থেকে প্রতিদিন দুধ কিনতেন লভ শুক্লা নামের এক স্থানীয় বাসিন্দা।
#REL