দ্য ওয়াল ব্যুরো: এবার আর পরীক্ষামূলকভাবে নয়। থমথমে কাশ্মীরের বুক চিরে প্রথমবার ঢুকল যাত্রীবাহী রেল (First Passenger Train in Kashmir)। দিল্লি থেকে শ্রীনগর আবার শ্রীনগর থেকে দিল্লি ফিরল ২২ বগির ট্রেনটি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল ভারতীয় সেনার সদস্যরা।
মঙ্গলবার প্রায় ৮০০ জন সেনাকে নিয়ে এই যাত্রা সম্পন্ন হয়। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ (USBRL)প্রকল্পের সম্পূর্ণ বাস্তবায়নের পর এই প্রথম সম্পূর্ণ ট্রেনযাত্রা সম্ভব হল। ছুটিতে থাকা ও কাশ্মীরে বিমান বাতিলের কারণে আটকে পড়া সেনা সদস্যদের জন্য এই ট্রেনযাত্রার ব্যবস্থা করা হয়েছিল।
#REL