দ্য ওয়াল ব্যুরো: ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে শনিবারটা নজির গড়ার দিন হয়ে থাকল। একদিনে ভাঙল দু-দুটো জাতীয় রেকর্ড। গ্রিসে অনিমেষ কুজুর ও পোল্যান্ডে মোহাম্মদ আফসাল—দুজনেই নিজেদের ইভেন্টে ইতিহাস লিখলেন।
গ্রিসের রাজধানী এথেন্সের ভারি শহরে আয়োজিত ড্রোমিয়া ইন্টারন্যাশনাল স্প্রিন্ট অ্যান্ড রিলেস মিটে ২২ বছর বয়সী স্প্রিন্টার অনিমেষ কুজুর ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। দ্বিতীয় হিটে তিনি সময় নিয়েছেন ১০.১৮ সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল পাঞ্জাবের গুরিন্দরবীর সিংয়ের, যিনি ২০২১ সালে ১০.২০ সেকেন্ড সময় নেন। সেই সাফল্য চার বছরের মাথায় অনিমেষ এক ধাক্কায় ভেঙে দিলেন।