দ্য ওয়াল ব্যুরো: হাতে গোনা আর ক'দিন পরই রথ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার এই মহোৎসব ঘিরে প্রতি বছরের মতো এবারও উত্তেজনা তুঙ্গে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ওড়িশার পুরীতে খুব স্বভাবতই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়, এবারও হবে। অনেকেই এই সময় পুরী যাওয়ার চিন্তা করলেও ট্রেন বা বাস না পাওয়ার জন্য যেতে পারেন না। মুশকিল আসানে হাজির হল ভারতীয় রেল। করা হল বড়সড় পদক্ষেপ।