দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে এক খুনের ঘটনায় ফের রাজনৈতিক চাপানউতোর। কোচবিহারের পানিশালা হাওড়াহাট এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। তিনি এলাকায় তৃণমূলের কর্মী হিসেবেই পরিচিত ছিলেন (TMC Worker killed in cooch behar)। শাসক দলের অভিযোগ স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুবোধ মালাকার। রবিবার রাতে রাস্তায় তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। মৃতের পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
#REL