দ্য ওয়াল ব্যুরো: ৩ জুলাই প্রকাশ্যে এসেছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক। আর তাতেই সাড়া পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। রণবীর কাপুরের রাম-রূপ, যশের রাবণ সাজার প্রথম ঝলক, আর সঙ্গে সাই পল্লবীকে সীতা ও সানি দেওলকে হনুমান হিসেবে দেখে শিহরিত দর্শক। শুধু চমক নয়, এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি—১৭০০ কোটি টাকা! দু’পর্বে তৈরি হবে এই সিনেমা, যা ২০২৬ ও ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে।
ছবির বাজেট যেমন আকাশছোঁয়া, তেমনই আকাশছোঁয়া এই ছবির অভিনেতাদের পারিশ্রমিকও। জানা যাচ্ছে, রণবীর কাপুর প্রতিটি পর্বের জন্য নিচ্ছেন ৭৫ কোটি টাকা!
#REL