দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ি ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক (Siliguri-Sikkim National Highway 10 closed)। সোমবার সকালে সেবকের বাঘপুলের কাছে আচমকা ধস নামে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ি-কালিম্পংগামী একটি যাত্রীবাহী গাড়ি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা।
জানা গিয়েছে, এদিন সকালে কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল যাত্রীবাহী গাড়িটি। বাঘপুলের কাছে আসতেই পাহাড়ের একাংশ ভেঙে গড়িয়ে পড়ে গাড়িটির উপর। আচমকা ধস দেখে তড়িঘড়ি চালক সহ যাত্রীরা গাড়ি থেকে নেমে নিরাপদে বেরিয়ে আসেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
#REL